storms forecast

শর্মিলা চন্দ্র ৭ এপ্রিল: কয়েকদিনের প্যাচে প্যাচে গরমের পর খানিকটা স্বস্তিতে বঙ্গবাসী। পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। রবিবার সকালে হাওড়া, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি জেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্ণাবর্তের জেরে আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালবৈশাখীর পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়।

সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Advertisement of Hill 2 Ocean

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৮৫ শতাংশের আশপাশে থাকবে।

আজ রবিবার কেমন কাটবে এই ৫ রাশির জাতক জাতিকাদের? কী বলছে ঋতুরাজ?

ঝড়-বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও তীব্র গরমের হাত থেকে এখনই রেহাই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর