TMC, Jamal Sardar

ব্যুরো নিউজ,১৬ জুলাই: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান জেলে বন্দী। এবার দক্ষিণের সোনারপুরেও মিলল আরেক শাহজাহানের খোঁজ। নাম তার জামাল সরদার। সালিশি সভা বসিয়ে বাড়িতে ডেকে এনে একেবারে প্যারালাল বিচার ব্যবস্থা চালান এই জামাল সরদার। আর এভাবেই তিনি বিপুল টাকা উপার্জন করে রাজপ্রাসাদের মত বাড়ি বানিয়েছেন বলেই অভিযোগ।

মাসে অটল পেনশন যোজনায় পাবেন ১০ হাজার টাকা, বাজেটে ঘোষণা করতে পারে কেন্দ্র, নজর রাখুন

জামালের বিরুদ্ধে নির্মম অত‍্যাচারের অভিযোগ:

জামাল সরদারের বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি শাহজাহানের কায়দায় একাধিক জমি দখল করেছেন। সোনারপুর দক্ষিণের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা এই জামাল সরদার। ওই এলাকারই এক মহিলা রশিদা বিবি অভিযোগ করে বলেন, জামাল সরদার পারিবারিক বিবাদের বিচার করার নামে বাড়িতে ডেকে পাঠিয়ে শিকল দিয়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত তাকে বেঁধে রাখে। তাকে বেধড়ক মারধর করা হয়ে বলেও দাবী করেন ওই মহিলা। এমনকি তিনি মারের চোটে অজ্ঞান হয়ে যান। আর এই ঘটনার পর আক্রান্তদের অভিযোগ শুনতে সেখানে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

ধামাকাদার অফার, মাত্র ৯১ টাকার BSNL রিচার্জ প্ল‍্যান,৩ মাস ভ‍্যালিডিটি, এক্ষুনি রিচার্জ করুন

অগ্নিমিত্রা বলেন, জামাল তৃণমূল নেতা। পুলিশের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা রয়েছে যে সে দাবী করে পুলিশ তাকে এলাকায় সালিশি সভা বসানোর দায়িত্ব দিয়েছে। বাংলা জুড়ে একের পর এক তৃণমূলের তালিবানি শাসনের খোঁজ মিলছে। আগেই বলেছিলাম শাহজাহান একা নয়। এরকম রাজ্যের বহু এলাকায় শাহজাহান রয়েছে। গরিব মানুষের উপর অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি এসব খবর রাখেন না? পাশাপাশি অগ্নিমিত্রার অভিযোগ, এই নেতা জমি দখলের সঙ্গে যুক্ত। তিনি জানান, জামাল সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর