ব্যুরো নিউজ, ১৯ জুন : ভোট মিটলেই মিটছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কাউন্সিলরকে ফেলে মারধরের অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের বিরুদ্ধে। কসবার পর এবার পাটুলিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। উত্তেজনা গোটা এলাকায়। ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি যখন পাটুলিতে নিজের দলীয় কার্যালয়ে বসার জন্য যাচ্ছিলেন তখন কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মাটিতে ফেলে মারধর করার ফলে তাঁর মুখ ফেটে যায় বলে অভিযোগ কাউন্সিলর স্বরাজ মণ্ডলের।
কোচের জন্য বিজ্ঞাপন দিল AIFF, রয়েছে এক গুচ্ছ শর্তও
তৃণমূল কাউন্সিলরকে মারধর, অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে
তবে কে বা কারা তার উপর হামলা চালালো? এই প্রসঙ্গে কাউন্সিলর স্বরাজ মণ্ডল বলেন, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। যদিও তারকেশ্বর চক্রবর্তী তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এই ধরনের কোনও ঘটনা তাঁর জানা নেই বলেও জানান তারকেশ্বর চক্রবর্তী।
মক্কায় ৫৫০ জন হজ যাত্রীর মৃত্যু! প্রশাসনের তরফে সতর্ক বার্তা
দলের বিরুদ্ধে স্বরাজ মণ্ডলের অভিযোগ, কেএমডিএ-র জায়গায় জাল দলিল তৈরি করে বিক্রি করা হয়। রেশন কার্ড জোগাড় করে টাকা তোলা হয়। সিন্ডিকেট, তোলাবাজির বিষয়ে দলীয় নেতৃত্বকে জানানোয় দলের কাছে চক্ষুশূল হয়ে গেছেন। আর সেই কারণেই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ কাউন্সিলন স্বরাজ মণ্ডলের। অন্যদিকে এই ঘটনায় যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানান, তিনি যেহেতু এখন কলকাতার বাইরে রয়েছেন তাই ফিরে পুরো বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন।