‘ডাকেই ভরসা’
বাড়ি বদল বা নতুন শহরে যাওয়া — ভাবলেই মাথায় হাত! গেরস্থালির যাবতীয় জিনিস, বইখাতা, খুঁটিনাটি সরানো মানেই দুশ্চিন্তা ও বিপুল খরচ। কিন্তু এবার সেই সমস্যার সহজ সমাধান নিয়ে এল খোদ ভারতীয় ডাকবিভাগ (India Post)। বাজারচলতি ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’-এর তুলনায় অনেক কম খরচে জিনিসপত্র স্থানান্তরের নতুন পরিষেবা চালু করতে চলেছে তারা।
তবে এই পরিষেবায় বাড়ি থেকে জিনিস তুলতে আসবে না কর্মীরা; ব্যবহারকারীদের প্যাকিংয়ের সব ব্যবস্থা থাকা নিকটবর্তী ডাকঘরে জিনিসপত্র জমা দিতে হবে। শুরুতে মূলত হস্টেল পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও আইআইটি খড়্গপুরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিচ্ছে ডাকবিভাগ। কোনও পড়ুয়া যদি চাকরি বা পড়াশোনার কারণে শহর ছাড়েন, তাঁর হস্টেলের জিনিস ডাকবিভাগই পৌঁছে দেবে নতুন ঠিকানায় — কম খরচে ও নিরাপদে।
গ্রহ রত্ন কেলেঙ্কারিতে ভূমিকম্প
ডাকবিভাগ জানিয়েছে, বড় পার্সেলের ক্ষেত্রে ৩৫ কেজি পর্যন্ত এক লপ্তে প্যাকেজিংয়ের সুযোগ থাকবে। জিপিও-সহ বিভিন্ন ডাকঘরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্যাকেজিং পরিকাঠামো তৈরি হচ্ছে। সাধারণ মানুষও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ
পোস্ট মাস্টার জেনারেল সুপ্রিয় ঘোষ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান বা হস্টেল যদি আমাদের কিছুটা জায়গা দেয়, আমরা সেখানে পরিকাঠামো গড়ে এই পরিষেবা চালু করব।”



















