The mother named the child after the train
ব্যুরো নিউজ, ২৩ মার্চ: চলন্ত ট্রেনে সন্তান প্রসবের মত ঘটনা এখন আর নতুন নয়। মাঝে মধ্যেই এই ঘটনা উঠে আসতে দেখা যায় শিরোনামে। এই তো কয়েক দিন আগের ঘটনা, চলন্ত ট্রেনেই এক মহিলার আচমকা প্রসব যন্ত্রণা ওঠে। স্বাস্থ্য কর্মীরা তড়িঘড়ি ট্রেনের মধ্যেই পৌঁছান। ওই যাত্রী সকলের চেষ্টায় ট্রেনের ভেতরেই জন্ম দেন এক ফুটফুটে কন্যাসন্তানের। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সকলেই রেলের প্রশংসায় পঞ্চমুখ। এই ঘটনাটি ঘটে আপ পদাতিক এক্সপ্রেসে। সেই ট্রেনেই অসংরক্ষিত কামরায় কোচবিহারের বাসিন্দা বাবলি বিবি বাড়ি ফিরছিলেন স্বামী মুর্শিদ আলির সঙ্গে। আচমকাই সে সময় বাবলির প্রসব যন্ত্রণা শুরু হয়। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। সহযাত্রীরা তাঁর এমন অবস্থা দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। 
৭ লাখ টাকা বল পিছু নিয়েও দর্শকদের কার্যত হতাশ করলেন অজি পেস তারকা মিচেল স্টার্ক

জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল! রবিবাসরীয় সকালেই জারি করলেন প্রসাশনিক নির্দেশিকা
Advertisement of Hill 2 Ocean

ঠিক তেমনই মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ঘটেছে এমনই ঘটনা। মুম্বই থেকে বারাণসীগামী কামায়নী এক্সপ্রেসে যাওয়ার সময় শুক্রবার ভোরে মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। ওই ট্রেনে পুরুষ সহ- যাত্রীরা তড়িঘড়ি আরপিএফকে খবর দেন। পাশাপাশি মহিলা যাত্রীরাও এগিয়ে আসেন। এরপর সন্তান প্রসব করান। রেল সূত্রে জানা যায়, ওই মহিলা মহারাষ্ট্রের নাসিক থেকে মধ্যপ্রদেশের সাতনায় যাচ্ছিলেন। সে সময়  প্রসব যন্ত্রণা ওঠায় ভোপাল ও বিদিশা স্টেশনের মাঝে চলন্ত ট্রেনেই তিনি সন্তানের জন্ম দেন। পড়ে বিদিশা স্টেশনে পৌঁছে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ট্রেনের নামেই ওই মহিলা তার সিশুর নাম করন করেন বলে জানা গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর