ব্যুরো নিউজ,১০ আগস্ট: তপব্রত বিশ্বাস, সাময়টা ছিল ১৬আগস্ট ১৯৪৬ সাল। অবিভক্ত বঙ্গ দেখেছিল রাজপথে লাশের মৃতদেহের স্তুপ, মানিকতলা থেকে শুরু হওয়ার সেই ঘটনা, যেটা ‘The Great Calcutta Killing ‘ বলে কুখ্যাত । কলকাতার বুকে সেই সময় প্রথম শকুন নেমে আসে পরিষ্কার করার উদ্দেশ্যে। আজ থেকে মাত্র ৭৮ বছর আগের ঘটনা, কিন্তু আত্মবিসৃত বাঙালি সবকিছুই ভুলে গেছে যেমন ভুলে গেছে গোপাল পাঠা তথা বিপ্লবী অনুকূল চন্দ্রের ভাইপো গোপাল মুখোপাধ্যায় কে।
RG Kar case:আরজি কর কান্ডে সিবিআই তদন্তে আপত্তি নেই, শুভেন্দুর দাবিকে সমর্থন মমতার
‘মার কে লেঙ্গে পাকিস্তান ‘স্লোগান
সেই সময় ‘মার কে লেঙ্গে পাকিস্তান ‘স্লোগানের মধ্য দিয়ে প্রায় এক বছর লক্ষাধিক পশ্চিমবঙ্গবাসীকে হত্যা করা হয়েছিল,যা আমাদের পূর্বপুরুষরা সেই ভয়ংকর ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে চলেছে।সেই সময় গোপাল পাঠা তথা গোপাল মুখোপাধ্যায় হিন্দুদের বাঁচানোর জন্য তরবারি হাতে যুদ্ধে অবতীর্ণ হয় সেই যুদ্ধের জীবন্ত দলিল আজ খুঁজে পেলাম ‘কলকাতা কসাইখানা’ এই বইটির মাধ্যমে, একই দিনে শেষ করলাম ১৯০ পাতার বইটি পুরোটা পড়া।
নয়া স্ট্র্যাটেজিতে cc, শুরু হচ্ছে বাংলাদেশ মিশন
আত্মবিসৃত বাঙালিকে বলব এই বইটির ৮৬ পাতা থেকে পড়া শুরু করতে, ফ্ল্যাশব্যাকে কখন আপনি ৭৮ বছর আগে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না।!”গঙ্গার ওপারে হিন্দুস্তান আর গঙ্গার ওপারে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পাকিস্তান। ডিনামাইড দিয়ে হাওড়া ব্রিজ উড়াবো আমরা “।এই ভয়ংকর ছকটি করা হয়েছিল, অবিভক্ত পশ্চিমবঙ্গ কে বাংলাদেশের সঙ্গে এক করার অভিপ্রায় নিয়ে।
RG Kar Case: মাথায় হাত কোন “দাদার”!আরজি কর ঘটনায় ধৃত সঞ্জয়কে ঘিরে বাড়ছে রহস্য
আজ একইভাবে ‘বাংলাস্থান ‘ ডাক দিয়েছে(বর্তমান পত্রিকা ৯.৮.২০২৪), ওপার বাংলার উগ্রপন্থীরা,যা দেখেও ‘মাকু’ আর ‘অনুপ্রাণিত প্রাণীকুল’ চুপ ।ওদের মনে ‘গাজওয়ায়ে হিন্দ’ এখনো পুরো মাত্রায় রয়েছে, তাই আরো একবার সময় এসেছে বাংলার ঘরে ঘরে গোপাল পাঁঠার আদর্শ নিয়ে চলা ছেলের তৈরি হওয়া যারা বন্দেমাতরম এবং জয় হিন্দ স্লোগানের মধ্যে দিয়ে বাংলাকে তথা পশ্চিমবঙ্গ কে এই উগ্রবাদীদের হাত থেকে পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষকে রক্ষা করবে। তাই ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সাথে পরিবর্তনের পরিবর্তন করুন,নইলে পালানোর জন্য প্রস্তুত থাকুন, সিদ্ধান্ত আপনার।