মঙ্গলবার (১৩ মে) জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার শুকরু কেলারের বন এলাকায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ বন্দুকযুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসী কমাণ্ডার নিকেশ হয়েছে , জানিয়েছেন কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনী সন্দেহ করছে যে আরও দুই সন্ত্রাসী সেখানে আটকা পড়েছে, যেখানে বর্তমানে কর্ডন ও সার্চ অপারেশন (CASO) চলছে।

দক্ষিণ কাশ্মীরের শুকরু কেলারের এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সেখানে কর্ডন ও সার্চ অপারেশন (CASO) চালু করে। কর্তৃপক্ষ জানায়, অপারেশন চলাকালীন সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে তা বন্দুকযুদ্ধে পরিণত হয়, এবং এখনও গুলির বিনিময় চলছে।
এই ঘটনার ঠিক আগে নিরাপত্তা সংস্থা তিনজন পাকিস্তানি সন্ত্রাসীর—আদিল হুসেন ঠোকার, আলি ভাই ও হাশিম মুসা—ছবি ও তথ্য নিয়ে পোস্টার প্রকাশ করে, যাদের সন্দেহ করা হচ্ছে ২২ এপ্রিলের পেহেলগাম হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিল।

শোপিয়ান জেলা সহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা গেছে। পোস্টারে বলা হয়েছে, সন্ত্রাসীদের নিরস্ত্রীকরণে তথ্য দিয়ে সরকারী পুরস্কার হিসেবে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া পোস্টারে লেখা আছে, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে কাশ্মীর একজোট।

এর আগে নিরাপত্তা সংস্থা তিনজন সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছিল। কর্মকর্তারা জানান, তাঁরা সবাই পাকিস্তানি—আসিফ ফৌজী, সুলেইমান শাহ ও আবু তালহা—যাদের কোড নাম ছিল মোউসা, ইউনুস ও আসিফ, এবং তারা পুঞ্চে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর