ভ্যালেন্টাইন সপ্তাহে টেডি ডের এক টুকরো ইতিহাস

ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :বিশ্ব জুড়ে ভ্যালেন্টাইন সপ্তাহের উচ্ছ্বাস চলছে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা বিভিন্ন দিবস উদ্‌যাপন করেন একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে। প্রেমের দিনগুলির মধ্যে, ১০ ফেব্রুয়ারি বিশেষভাবে পরিচিত ‘টেডি ডে’ হিসেবে। এই দিনটি প্রেমের নরম ছোঁয়ায়, বিশেষত টেডি বেয়ার বা অন্য নরম পুতুলের মাধ্যমে ভালোবাসা উদযাপনের জন্য সারা বিশ্বে পরিচিত।

বুধাদিত্য রাজযোগের কারণে ফেব্রুয়ারির এই প্রেমের সপ্তাহটি ভালবাসার সম্পর্কের দিক থেকে খুব আনন্দদায়ক হতে চলেছে এই ৫ রাশির জন্য

মিষ্টি ইতিহাস

টেডি বেয়ার বা নরম পুতুলের সঙ্গে সম্পর্কিত একটি মিষ্টি ইতিহাস রয়েছে। ১৯০২ সালের নভেম্বর মাসে, মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপির জঙ্গলে ভালুক শিকারের জন্য গিয়েছিলেন। দিনের পর দিন চেষ্টা করেও কোনো শিকার পাননি। তখন তাঁর শিকার সঙ্গীরা তাকে খুশি করতে একটি ছোট্ট ভালুক ছানা ধরে এনে গাছে বেঁধে প্রেসিডেন্টকে শিকার করার জন্য চাপ দেন। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে, প্রেসিডেন্ট প্রাণীটিকে হত্যা করতে অস্বীকার করেন। তাঁর এই মানবিক আচরণ গোটা সমাজে প্রশংসিত হয়। পরে, ওয়াশিংটনের এক বিখ্যাত কার্টুনিস্ট এই ঘটনাকে চিত্রিত করেন। তখন ‘আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি’ নামে একটি আমেরিকান কোম্পানি প্রথম টেডি বেয়ার তৈরি করে, যা মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠে।

বলিউড এবং টলিউডের অভিনেত্রীরা আজ এই ‘টেডি ডে’-তে তাঁদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কথায় কোনও প্রেমিক কখনো তাঁকে টেডি বেয়ার উপহার দিতে সাহস পায়নি। তিনি বলেন, ‘‘আমাদের সময়ে ক্যাসেট উপহার দেওয়ার প্রচলন ছিল। টেডি দেওয়াটা একটু বেশি আদিখ্যেতা মনে হতো।’’অন্যদিকে, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার বিয়ের আগের বছর প্রেম দিবসে টেডি বেয়ার উপহার পেয়ে ছিলেন। তবে তিনি বললেন, ‘‘আমার বাড়িতে অনেক টেডি রয়েছে, ভালবাসার উপহার পেলে অবশ্যই ভালো লাগে।’’অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্র, যার জীবনে বহু প্রেম এসেছে, তবে কোনো প্রেমিক তাকে টেডি উপহার দেননি। তাঁর মতে, ‘‘আমাদের সময়ে প্রেম দিবস ছিল না, তাই প্রেমিকরা কবিতার বই বা গানের ক্যাসেট দিতেন।’’

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ও হেল্পলাইন পরিষেবা: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু

এদিকে, সৌমিতৃষা কুন্ডু, যিনি ছোটবেলায় কখনো প্রেমে পড়েননি, সেই কারণে টেডি বা গোলাপ উপহার পাওয়ার অভিজ্ঞতা হয়নি। তবে তিনি মনে করেন, ‘‘প্রেমে পড়লে আমি টেডি বা গোলাপের থেকে আইফেল টাওয়ারের নিচে হট চকোলেট পছন্দ করব।’’টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা, যিনি বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন, জানালেন, তিনি টেডি বেয়ার পছন্দ করেন। তবে পর্দার নায়ক সাহেব ভট্টাচার্য থেকে তিনি এখনও কোনো প্রেম দিবসের উপহার পাননি। “প্রচুর প্রশংসা পেয়েছি, কিন্তু টেডি উপহার পেতে একটু সময় লেগে গেল,’’ বললেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর