
‘মোদী ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে POK ভারতের’, দাবি যোগীর
ব্যুরো নিউজ, ২০ মে : এর আগে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- কে। তিনি বলেছেন, আগে যা কাশ্মীরে হত, এখন সেটা পাক অধিকৃত কাশ্মীরে হচ্ছে। আর এখন কাশ্মীরে হরতাল হয় না। হরতাল হয় পাক অধিকৃত কাশ্মীরে। এর আগে আজাদির কথা শোনা যেত কাশ্মীরে, আর এখন শোনা যায় পাক অধিকৃত কাশ্মীরে। ৩৭০ ধারা তুলে