আর এবার মিটারের ভোগান্তি নয়, নতুন অ্যাপের আয়তায় আসছে হলুদ ট্যাক্সি
ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) কলকাতা যেমন পরিচিত ফুটবল, রসগোল্লা, সেকেন্ড ব্রিজ আর রবীন্দ্রনাথের জন্য, ঠিক তেমনই পরিচিত হলুদ ট্যাক্সির জন্য। কলকাতার সঙ্গে হলুদ ট্যাক্সি ওতপ্রোতভাবে জড়িত। দেখতে আহামরি না হলেও ভারতের এক সময়ের এই সাদামাটা ট্যাক্সি, এককালে বহন করত আভিজাত্যের চিহ্ন। বর্তমানে অ্যাপক্যাবের যুগে হলুদ ট্যাক্সির চাহিদা অনেকটাই কমে গিয়েছে। আর রমরমিয়ে বেড়েছে ওলা উবেরের রাজত্ব। তাই