
রেলপথেই কলকাতা To কাশ্মীর!
ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর: রেলপথেই কলকাতা To কাশ্মীর! এবার তৈরি হতে চলেছে ইতিহাস! কাশ্মীর যেতে হলে জম্মু তাউই স্টেশনই শেষ নয়। এখন কাশ্মীর পর্যন্ত ছুটবে ট্রেন! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ফের আসছে গুড্ডু ভাইয়া… পৃথিবীর উচ্চতম রেলসেতু হল চেনাব ব্রিজ। আর এই রেল ব্রিজে করেই মেঘের মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। প্য়ারিসের আইফেল টাওয়ারের থেকেও ১০০ মিটার উঁচু এই