
তামাকবিরোধী সতর্কতা এবার বাধ্যতামূলক ওটিটিতে! ঘোষণায় কেন্দ্র
ইভিএম নিউজ ব্যুরো, ১ জুনঃ (Latest News) যে কোনো ছবি শুরু হওয়ার আগে ‘তামাকবিরোধী সতর্কতা’ সংক্রান্ত যাবতীয় বার্তা দেওয়া বাধ্যতামূলক ছিলই। এবার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি- তেও ‘তামাকবিরোধী সতর্কতা’ বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার।বৃহস্পতিবার ছিল বিশ্ব তামাকবিরোধী দিবস। আর এদিনই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ওটিটিতে তামাকবিরোধী সতর্কতাবাণী দেওয়া নয়, প্রদর্শিত যে অংশে