
ইলেক্ট্রনিক এসি, কুলার এখন সব অতীত। গরমে রেহাই নিতে বাজারে এবার কাঠের কুলার
ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ গোটা রাজ্য জুড়েই গরম বাড়ছে হু হু করে। বাইরে বেরোনোর কথা ভাবলেই মাথায় হাত! গরমে নাজেহাল আম জনতা। বর্তমানে অনেকের বাড়িতেই এসি , কুলার দেখা যায়। আবার অনেকের এইগুলো কেনারও ক্ষমতা থাকেনা। তাই এবার গরমে নিদান কাঠের কুলার (Wooden Cooler)। তাহলে জানা যাক কথায় এই কাঠের কুলার পাওয়া যায়? এই কাঠের কুলারের চল রয়েছে ভারতে।




















