
বাজারে এসেছে স্মার্ট হেলমেট, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ পাবেন একাধিক নিরাপত্তা ফিচারস, জেনে নিন দাম
ব্যুরো নিউজ, ২৩ মে: স্টিলবার্ড হেলমেট: সারা দেশে বিভিন্ন কোম্পানির হেলমেট পাওয়া যায়। আমরা সবাই জানি রাস্তায় বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বাইক বা স্কুটার চালানো অবস্থায় হেলমেট ছাড়া রাস্তায় ধরা পড়লে তারও চালান দেওয়া হয়। তাই প্রত্যেক ব্যক্তিরই তাদের নিজের নিজের বাজেট অনুযায়ী হেলমেট পড়া উচিত। এরই মধ্যে স্টিলবার্ডের হেলমেট উৎপাদনকারী কোম্পানি বাজারে SBH 57




















