
Atmanirbhar Bharat Arattai : ‘আরাট্টাই মেসেঞ্জার’ কী? স্বদেশী বিকল্প গ্রহণ করতে জনগণের প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর আহ্বান।
ব্যুরো নিউজ ০৭ অক্টোবর ২০২৫ : তথ্যপ্রযুক্তি ও শিক্ষামন্ত্রীর আহ্বানের পরই ভারতীয় মেসেজিং অ্যাপ জোহোর ‘আরাট্টাই’ (Arattai)-এর ট্র্যাফিকের বিপুল বৃদ্ধি হয়েছে। মাত্র তিন দিনের মধ্যে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১০০ গুণ বেড়েছে, যা দেশের ‘স্বদেশী’-এর পক্ষে এক বড় পদক্ষেপ। মন্ত্রীদের ‘স্বদেশী’ বার্তা ও জোহো কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর