
মাঘের মাঝে খেয়ালি প্রকৃতি, চলছে শীতগ্রীষ্মের লুকোচুরি
ইভিএম নিউজ ব্যুরোঃ এ যেন মাঘমাসের মাঝসময়ে প্রকৃতির মুড স্যুইংয়ের পালা চলছে। দু’ দিন ঝলসানো রোদ্দুর আর গরমে পাখা চালানো ইচ্ছে হচ্ছে, তো তৃতীয়দিন সকাল থেকেই উত্তুরে হাওয়া। সন্ধে হতেই ছ্যাকছ্যাকে হিমেল ঠাণ্ডা। বুধবার তাপমাত্রা বেড়েছিল চড়চড়িয়ে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ফের পারদ পতন। সঙ্গে শিরশির করে উত্তুরে হাওয়ায়, আবার যেন চেনা শীতের মেজাজ। বেলা বাড়তেই আলিপুর আবহাওয়া দফতর জানালো,