
শকুনের বংশবৃদ্ধি করতে ‘ডবল ক্লাচিং সিস্টেম’
ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফ্রেব্রুয়ারিঃ ডিম চুরি করেই হবে বংশবৃদ্ধি! কোন কালাজাদু বা কুসংস্কার নয়। শকুনের ডিম চুরি করেই বংশবৃদ্ধি করেবেন প্রানীবিদরা। এমনটাই হতে চলেছে রাজ্যের এক মাত্র শকুন প্রজনন কেন্দ্র আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে । আর সেখানেই চালু হবে ‘ডবল ক্লাচিং সিস্টেম’। বর্তমানে শকুন প্রায় লুপ্তপ্রায় প্রাণী। শকুনদের জীবনশৈলী অনুসারে প্রতিটি মাদি শকুন বছরে মাত্র একটিই ডিম পারে। ফলে শকুনদের