বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

Hayli Gubbi volcanic cloud

Hayli Gubbi Volcano : ১২,০০০ বছরে প্রথম উদ্গিরণ , ইথিওপিয়ার হেয়লি গুবি আগ্নেয়গিরির ছাই মেঘ ভারতে , ধূসর আকাশে বিমান চলাচলে সতর্কতা !

ব্যুরো নিউজ,  ২৫শে নভেম্বর ২০২৫ : ইথিওপিয়ার হেয়লি গুবি আগ্নেয়গিরির উদ্গিরণের ফলে তৈরি হওয়া বিশাল ছাইয়ের মেঘ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে এসে পৌঁছেছে। এই ছাই মেঘ প্রায় ২৫,০০০ থেকে ৪৫,০০০ ফুট উচ্চতায় অবস্থান করছে এবং দিল্লী, রাজস্থান সহ উত্তর ভারতের একাধিক অংশে এর প্রভাব পড়েছে। এর ফলে আকাশপথে পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। উদ্গিরণ ও ছাই মেঘের গতিপথ

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা