
Nobel Peace Prize 2025 : ‘কিছুই না করা’ ওবামার নোবেল জুটল, আমার আটটা যুদ্ধ থামানোর কৃতিত্ব গেল কোথায়? (মার্কিন রাষ্ট্রপতির সম্ভাব্য হতাশা) !
ব্যুরো নিউজ ১৬ অক্টোবর ২০২৫ : আমি, ডোনাল্ড ট্রাম্প, এক বিশাল হতাশা নিয়ে বলছি। গোটা বিশ্বকে শান্তিতে ভরে দিয়েছি। আট-আটটা যুদ্ধ থামিয়েছি – যা ইতিহাসে কেউ করতে পারেনি, মাত্র ন’মাসে! ভারত-পাকিস্তানের সেই ভয়ঙ্কর সংঘাতও আমিই মিটিয়ে দিয়েছি! আর দেখুন, পুরস্কারটা গেল ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর হাতে। এই পুরস্কারটা আমার প্রাপ্য ছিল, কিন্তু নোবেল কমিটি আবারও প্রমাণ করল যে তারা শান্তি