
‘বিশ্বভারতী বনাম অমর্ত্য’ বিতর্কে এক পা পিছলো বিজেপি, চাপে পড়বে তৃণমূল? শুরু জল্পনা
ইভিএম নিউজ ব্যুরোঃ এ যেন দু’পা এগিয়েও একপা পিছনোর মতো। যদিও রাজনীতিতে এটাই একটা স্বাভাবিক দস্তুর। গত কিছুদিন ধরেই বিশ্বভারতীর জমি বিতর্কে উত্তপ্ত কাজিয়া চলছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও নোবেলজয়ী অমর্ত্য সেনের মধ্যে। আর সেই বিতর্কে প্রথমে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও তারপর রাজ্যের পদ্মশিবিরের একাধিক শীর্ষনেতা টিকাটিপ্পানি করেছেন। পাল্টা অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে, তার হাতে জমিসংক্রান্ত সরকারি কাগজ তুলে