
Lord Vishwakarma : সৃষ্টিকর্তা বিশ্বকর্মা: এক আদি প্রকৌশলীর তত্ত্ব !
ব্যুরো নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ : সনাতন ধর্মে বিশ্বকর্মা পূজা এক বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসব, যা কারিগর, শিল্পী, প্রকৌশলী এবং যন্ত্রের সাথে জড়িত শ্রমিকদের কাছে অত্যন্ত পবিত্র। কেউ তাঁকে যন্ত্রের দেবতা রূপে পূজা করেন, আবার কেউ যন্ত্রকে চালিত করা শ্রমজীবী মানুষের আশ্রয়স্থল হিসেবে দেখেন। সৃষ্টির এই আদি প্রকৌশলী ও স্থপতির উদ্ভব এবং তাঁর মহিমা নিয়ে এই আলোচনা । বিশ্বকর্মার জন্মকথা