
পদত্যাগ এক তৃণমূল বিধায়কের
মেঘালয়ে দলীয় প্রচার কর্মসূচিতে এসেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা মেঘালয় ছাড়তে না ছাড়তেই তৃণমূলে ধাক্কা।তৃণমূল ছাড়লেন বিধায়ক সিতালং পালে। শুধু তৃণমূলের নয় পদত্যাগ করলেন অন্য ৪ বিধায়কও । এঁরা প্রত্যেকেই ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন। পদত্যাগীরা হলেন রাজ্য মন্ত্রীসভার রেনিংটন তোংখর, ও পিটি সকমি, কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক মায়রালবর্ন সইম এবং নির্দল বিধায়ক ল্যাম্বর