
নদীয়ার বগুলায় ভাতার দাবিতে নদীয়ার বগুলায় রাস্তায় নামলেন পুরোহিতরা
ইভিএম নিউজ ব্যুরো, ১১ এপ্রিলঃ শুধু মুসলমানরাই ইমাম ভাতা পাবে,মোহাজ্জিন ভাতা পাবে তা নয়, সকল ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ পুরোহিতরাই যেন ভাতা পায়, সেই দাবিতে নদীয়ার বগুলার গৌরহরি মডার্ন টোলের পক্ষ থেকে সোমবার বগুলায় এক বিশাল মিছিল করা হল। রীতিমতো ব্যানার,পোস্টার হাতে নিয়ে হয় সেই মিছিল। সেই মিছিলে যোগ দিয়েছিলেন মতুয়া,মাহিষ্য সহ নমঃশূদ্র এবং ব্রাহ্মণ ও অব্রাহ্মণরা। ওই টোলের কর্ণধার অভিরাম