
Maa Shakti : মাতৃশক্তি ও স্কন্দমাতার যোগসূত্র: সপ্ত মাতৃকা উপাসনার আধ্যাত্মিক তাৎপর্য
ব্যুরো নিউজ ২৪ অক্টোবর ২০২৫ : হিন্দুধর্মে দেবী বা মাতৃশক্তির উপাসনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই মাতৃশক্তির বহু রূপের মধ্যে সপ্ত মাতৃকা বা সাত দিব্য জননী-দের স্থান বিশেষ মহিমান্বিত। মাতৃকা শব্দের অর্থ জননী, এবং এই সপ্ত মাতৃকাগণ সম্মিলিতভাবে দেবী শক্তি এবং স্কন্দমাতা-র সঙ্গে যুক্ত। পৌরাণিক বিশ্বাস অনুসারে, যখন অন্ধকাসুর নামক দৈত্যের রক্ত থেকে সহস্র সহস্র অন্ধক অসুর




















