
ভগবানের কাছে প্রার্থনা উত্তর কাশীর টানেল থেকে দ্রুত ফিরে আসুক
ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: ভগবানের কাছে প্রার্থনা উত্তর কাশীর টানেল থেকে দ্রুত ফিরে আসুক উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাদের মধ্যে আটকে রয়েছেন বাংলার তিন জন শ্রমিক। পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব পরামানিক, কোচবিহারের মানিক তালুকদার। কয়েশো কিলোমিটার দূরের তিন পরিবারের মধ্যে প্রবল উত্কণ্ঠা। কখন তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসবে উদ্ধারকারী দল? আর মাত্র সময়ের অপেক্ষা!