
অমানবিক শিক্ষক! মেরে নাক ফাটিয়ে দিলেন ছাত্রের
ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের শাস্তির দাবীতে সরব অভিভাবকরা। ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবক। বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণীর ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপর লাফালাফি করছিল।সোমনাথ রায় নামে এক ছাত্র শিক্ষক আশিষ আদককে সে বিষয়ে বলতে



















