বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

উত্তরকাশীর

উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয় নিয়ে তৈরি হবে ছবি!

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয় নিয়ে তৈরি হবে ছবি! উত্তরকাশীর সুড়ঙ্গে ৪১ জন কর্মীর আটকে পরা ও তাঁদের উদ্ধারের ঘটনাকে নিয়ে এবার তৈরি হতে পারে ছবি! ইতিমধ্যে ইম্পার কাছে জমা পড়েছে একাধিক টাইটেলও। স্বামী-স্ত্রীর ঝগড়ার বিরল নজির! অবশেষে বিমান নামাতে বাধ্য হলেন পাইলট বড় কোনও ঘটনা ঘটলে তা থেকে ছবি তৈরির পরিকল্পনা করেই থাকেন চলচ্চিত্র নির্মাতারা। উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট

আরো পড়ুন »
কাছে

ভগবানের কাছে প্রার্থনা উত্তর কাশীর টানেল থেকে দ্রুত ফিরে আসুক

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: ভগবানের কাছে প্রার্থনা উত্তর কাশীর টানেল থেকে দ্রুত ফিরে আসুক উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাদের মধ্যে আটকে রয়েছেন বাংলার তিন জন শ্রমিক। পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব পরামানিক, কোচবিহারের মানিক তালুকদার। কয়েশো কিলোমিটার দূরের তিন পরিবারের মধ্যে প্রবল উত্‍কণ্ঠা। কখন তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসবে উদ্ধারকারী দল? আর মাত্র সময়ের অপেক্ষা!

আরো পড়ুন »
কাছে

আর মাত্র সময়ের অপেক্ষা! এরপরই অন্ধকূপের বন্দি দশা থেকে মুক্তি!

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: আর মাত্র সময়ের অপেক্ষা! এরপরই অন্ধকূপের বন্দি দশা থেকে মুক্তি! শেষ পর্যায়ে চলছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকেপরা ৪১ জন শ্রমিকদের উদ্ধারকাজ। আর মাত্র কয়েক মিটার মাটির খনন কাজ বাকি। তারপরই উদ্ধার করা যাবে আটকে পড়া ৪১ শ্রমিকদের। চিনে নয়া মহামারি! বন্ধ একাধিক স্কুল আটকে থাকা শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে খাবারও। প্যাকেট ও বোতলে ভরে সেই খাবার

আরো পড়ুন »
১১

১১ দিন ধরে অন্ধকূপে বন্দিদের পাতে পোলাও-মটর পনির

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: ১১ দিন ধরে অন্ধকূপে বন্দিদের পাতে পোলাও-মটর পনির ১১ দিন ধরে অন্ধকূপে বন্দি ৪১ জন শ্রমিক। বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে উদ্ধারের চেষ্টা চালিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তবে উত্তরকাশীতে ধসে পড়া নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের প্রথম দিন থেকেই পাঠানো হচ্ছিল অক্সিজেন, খাবার। এমনকি আদের মনোবল বারাতে করা হচ্ছিল কাউন্সেলিং পাশাপাশি দেওয়া হচ্ছিল অ্যান্টি ডিপ্রেশন পিল।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা