
Operation Kalnemi : উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী ধামীর অভিজানে ধরা পড়ল ৫০০র অধিক ভণ্ড ‘ বাবা ‘ , রয়েছে বেশ কিছু বাংলাদেশী এবং বিধর্মী !
ব্যুরো নিউজ ২৪ জুলাই ২০২৫ : উত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসীদের প্রতারণা রুখতে ব্যাপক অভিযান শুরু করেছে বিজেপি শাসিত ধামী সরকার। ‘অপারেশন কালনেমি’ নামক এই রাজ্যব্যাপী অভিযানে এ পর্যন্ত ৫০০-র বেশি প্রতারককে চিহ্নিত করা হয়েছে এবং ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর নির্দেশে গত ১১ই জুলাই থেকে এই অভিযান চলছে, যার মূল লক্ষ্য হল ধর্মীয় পোশাকের আড়ালে জনগনের সাথে