
ইয়েমেনে এয়ারস্ট্রাইক মার্কিন সেনার | হুথিদের ৩৬টি ঘাঁটি ধূলিসাৎ
ব্যুরো নিউজ, ৪ ফেব্রুয়ারি: ইয়েমেনে এয়ারস্ট্রাইক মার্কিন সেনার। কখনও বা বানিজ্য জাহাজ হাইজ্যাক, আবার কখন হামলা। লোহিত সাগরে বানিজ্য জাহাজে হুথি গোষ্ঠীর আক্রমণ ও হামলা দিন দিন বেড়েই চলেছিল। যার ফলে ক্ষতির মুখে পরছিল আন্তর্জাতিক বানিজ্য। হামলার মুখে পড়তে হয় আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশের বাণিজ্য জাহাজকেও। গত নভেম্বর মাস থেকে এখনও অবধি ৩০টিরও বেশি বাণিজ্য জাহাজ ও নৌসেনার জাহাজে হামলা