
চন্দ্রাভিযানে অংশ নেবেন ভারতীয় বংশোদ্ভূত
ইভিএম নিউজ ব্যুরোঃ চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী রাজা চারি। টানা ১৭৭ দিন মহাকাশে অতিবাহিত করেছিলেন একটা সময়ে। জানা যায় ,আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ‘মুন মিশন টিম ‘এর জন্য মনোনীত করেছেন। ইউএস এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগের পরই তিনি অংশ নিতে পারবেন চন্দ্র অভিযানে। ইন্টারন্যাশ্যানাল স্পেস স্টেশনে অন্যান্য নভশ্চর ও বিজ্ঞানীদের সাথে একসঙ্গে কাটিয়েছেন বহুদিন।