
UPI দিয়েও এবার থেকে ব্যাঙ্কে জমা দেওয়া যাবে টাকা
লাবনী চৌধুরী, ৬ এপ্রিল: টাকার লেন দেন তো বটেই। একই সঙ্গে এবার থেকেই UPI-এর মাধ্যমে ব্যাঙ্কে টাকাও জমা দেওয়া যাবে। হাতে ক্যাশ নেই? তাতে কি সমস্যা হাতে মোবাইল ফোন তো আছে, তা দিয়েই চলবে কাজ। আজকালকার দিনে মানি ব্যাগ ভুলে গেলেও হাতের মুঠোফোনটিকে ভোলা একেবারে অসম্ভব। তাই সময়-অসময় এই মোবাইল ফোনই আমাদের উদ্ধারকরে বহু অসুবিধা থেকে। আর তার মধ্যে অন্যতম