
স্বাস্থ্য পরিষেবার গাফিলতিতে মায়ের কলেই মৃত্যু ৬ মাসের সন্তানের
এভিএম নিউজ ব্যুর, ২৯ এপ্রিলঃ (Latest News) স্বাস্থ্য পরিষেবার গাফিলতিতে মায়ের কলেই মৃত্যু ৬ মাসের সন্তানের মধ্যপ্রদেশের দাতিয়া জেলার ইন্দারগড় সরকারি হাসপাতালে ঘটে গেল এক আমানবিক ঘটনা। ৩ ঘণ্টাতেও এল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ল ৬ মাসের সন্তান। জানাগেছে, ৬ মাসের শিশু সন্তান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ইন্দারগড় সরকারি হাসপাতালে নিয়ে যায় মা রেণু জাতাভ।