
দ্বাদশে ইংরেজিতে ফেল করা ছেলে আজ জলপাইগুড়ির পুলিশ সুপার!
ইভিএম নিউজ ব্যুরো, ৩ এপ্রিলঃ আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি এই দুটি থাকলেই যেকোনো অসম্ভবকেও সম্ভব করা সম্ভব!তাই এবার শুনুন জলপাইগুড়ির পুলিশ সুপার খাণ্ডাল বাহাল উমেশ গণপতের লড়াই এর গল্প। দ্বাদশে ইংরেজিতে ২১ পেয়ে ফেল করেছিলেন। পড়া ছেড়ে শুরু করেন চাষবাস করেন বলে শোনা যায়। পরবর্তীতে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করে ইউপিএসসি (UPSC) দিয়ে আইপিএস অফিসার । জেনে নেওয়া যাক আইপিএস উমেশ




















