
UGC ‘ EQUITY ‘ controversy : ইউজিসি-র নতুন ‘ইক্যুইটি’ নীতি ২০২৬: শিক্ষাঙ্গনে সাম্য না কি নতুন জাতপাতের লড়াই?
ব্যুরো নিউজ, ২৭শে জানুয়ারী ২০২৬ : ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় বৈষম্য ঘোচাতে এক যুগান্তকারী পদপে নিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং রোহিত ভেমুলা ও পায়েল তাদভির মায়েদের করা আবেদনের প্রেক্ষিতে চালু হয়েছে ‘প্রমোশন অফ ইক্যুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস, ২০২৬’। লক্ষ্যটি মহৎ হলেও, এই বিধির পরতে পরতে লুকিয়ে থাকা কিছু ধারা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র


















