
‘কংগ্রেসের সঙ্গে এক বিছানায় শোয়াই কাল বামেদের’, চাঁচাছোলা জবাব উদয়ন গুহর
ব্যুরো নিউজ, ১০ জুন : সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। নির্বাচনী প্রচারেও ‘লাল’ ঝড়! কিন্তু সেই অ্যাকটিভিটি-র এফেক্ট ভোটের ফলাফলে ‘শূন্য’। কিন্তু কেন এই হাল বামেদের? কী বলেছেন প্রাক্তন বাম নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ? ক্যানসারে আক্রান্ত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী! আজ ষষ্ঠ কেমো থেরাপি এবারের লোকসভা নির্বাচনেও ‘ভরাডুবি’ লাল শিবিরের। ফলের ফল সেই শূন্যই। তবে কেন এই অবস্থা বাম