
এদিকে গরমে জ্বলছে ভারত, ওদিকে মরু দেশে বন্যা
ব্যুরো নিউজ, ২ মে : মরু দেশে বন্যা, বৃষ্টির অভাবে কলকাতাই মরু রাজ্য। একি চরম পরিহাস প্রকৃতির! চীনা গুপ্তচর জাহাজের পরে, এবার কেন মালদ্বীপে তুর্কি যুদ্ধজাহাজ? সম্প্রতি, সংযুক্ত আরব আমিরশাহিতে হলুদ সতর্কতা। বন্যা পরিস্থিতি কাটিয়ে ফের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সমগ্র অঞ্চলে ভারী বৃষ্টির দরুন ব্যহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কিছুদিন আগেই কৃত্রিম বৃষ্টির জেরে বন্যারপরিস্থিতি তৈরি হয়েছিল মরু দেশে।




















