
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তিন শাবক সহ সারমেয় মা
ইভিএম নিউজ, ১০ মার্চঃ তুরস্কের ভুমিকম্প দেখতে দেখতে এক মাস হয়ে গেলো। এখনো সেখানে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলছে। আর এরই মাঝে আবারও ঘটে গেলো চমকপ্রদ ঘটনা। প্রায় এক মাস পর একটি ধ্বংসাত্মক বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার হল জিবন্ত একটি মা কুকুর ও তার তিন ছানা। অন্ধকার জায়গায় মাটির নিচে প্রায় ৩০ দিন সিমেন্টের চাঙড়, বালির মাঝেও বেঁচে ছিল তারা।