
বিয়ের দিনই চাকরি গেলো এক ভুয়ো স্কুল ক্লার্কের, খিল্লির পাত্র হলেন সমাজমাধ্যমে
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস। ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে এসেছিলেন। বিয়ের ঠিক পরের দিন বয়ে এল দুঃসংবাদ। হাইকোর্টের নির্দেশ চাকরি গেল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে পিএম হাই স্কুলের করণিক প্রনব রায়ের। বাড়ি ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গোলাবাড়িতে। সোশ্যাল মিডিয়াতে খবর জানাজানি হতেই ক্রান্তি ব্লক জুড়ে সৃষ্টি হয় ব্যপক চাঞ্চল্য।হঠাৎই বিয়েবাড়ি