
এবার হকারদের জন্য কর ধার্য করল কলকাতা পুরসভা
ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃ এবার হকারদের জন্য ধার্য করা হল ৫০০ টাকা। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে টাউন ভেন্ডিং কমিটি প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পুরসভাকে। বর্জ্য পদার্থ পরিষ্কার সহ অন্যান্য পরিষেবার জন্য হকারদের কাছ থেকে বার্ষিক ২০০০ টাকা ফি নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee)। জানা গিয়েছে, স্বীকৃত হকারদের শংসাপত্রের পাশাপাশি পরিচয়পত্রও দেওয়া হবে।