
বডি ম্যাসাজ করাতে করাতেই অফিসিয়াল মিটিং! ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়!
ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: বডি ম্যাসাজ করাতে করাতেই অফিসিয়াল মিটিং! ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়! শার্ট বিহীন, চেয়ারে বসে বডি ম্যাসাজ, আর সেই অবস্থাতেই করছেন অফিসের জরুরি মিটিং। গতকাল সামাজিক মাধ্যমে এমনই একটি ছবি পোস্ট করেন এয়ারএশিয়ার সিইও টনি ফার্নান্দেস। এই ছবি দেখেই তিব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে, এয়ারএশিয়ার সিইও টনি ফার্নান্দেসকে কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনরা। অবাককাণ্ড! কল আছে