
এবার জার্নি হবে আরও স্মুথ! আর টোল দিতে দাঁড়তে হবেনা
কোথাও যাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা যানজট। তা সে শহরতলীর রাস্তা হোক বা হাইওয়ে। তবে এক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। হাইওয়েগুলিতে যদি গাড়ি দাঁড় করানো হয় তবে যানজট হওয়াতা খুবই স্বাভাবিক। এমনকি টোল ট্যাক্স দিতেও দেখা যায় লেনগুলিতে লম্বা গাড়ির লাইন। সেক্ষেত্রেও যানজট বাড়ে। তবে এখন থেকেই আর টোল জমা দিতে দাঁড়াতে হবে না। ফাসট্যাগেই বাজিমাত! দুর্ধর্ষ ফিচারস নিয়ে মার্কেটে