
শাহরুখের প্রিয় পুত্র আব্রাম খানের ১১তম জন্মদিন; আব্রামের মানের অর্থ কি জানেন?
ব্যুরো নিউজ,২৩ সেপ্টেম্বর:শাহরুখ খান এবং গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান ১১ বছর পার করে ফেলল। বাবার চোখের মণি, আব্রাম সবসময় শাহরুখের সঙ্গেই থাকে। সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া আব্রাম সত্যিই একটি বিশেষ সন্তান। ছেলে বড় হওয়া সত্ত্বেও শাহরুখ তার জন্য বিশেষ যত্ন নেন। তিনি বলেছেন, আব্রাম দেখতে যেমন শান্তশিষ্ট, বাস্তবে কিন্তু মোটেও তেমন নয়। তার দৌরাত্ম্য সামলাতে ন্যানিরা হিমশিম খাচ্ছেন।