
দক্ষিণ জয়ে নয়া রণনীতি বিজেপির! টিএমসি-বিজেপি জোট
ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা জয়ে একেক দল নিয়েছে একেক রণনীতি। তবে লোকসভায় বিজেপির লক্ষ্য ৪০০ পার। সেই লক্ষ্য পুরন করতে মরিয়া পদ্ম শিবির। চারিদিকে মোদীর গ্যরান্টির ‘জয় জয় কার’ হলেও দক্ষিনি রাজ্য গুলিতে নিজেদের খুঁটি গাড়তে পারেনি গেরুয়া শিবির। গত বছর বিধানসভা ভোটেই তালেঙ্গানা হাত ছাড়া হয়েছে বিজেপির। তাই দক্ষিনের রাজ্য গুলিতে নিজেদের ভিত শক্ত করতে উঠে