
Fake Police Station : নয়ডা থেকে বেলেঘাটা অব্দি তৃণমূলে নেতার হুমকি এবং প্রতারণার ফাঁদ ! ধরা পড়ল ভুয়া থানা চক্র
ব্যুরো নিউজ ১৩ আগস্ট ২০২৫ : নয়ডার সেক্টর ৭০-এর একটি সাদামাটা একতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে যেন একটি সাধারণ অফিস। কিন্তু গত সপ্তাহ পর্যন্ত এর সামনে একটি সাইনবোর্ডে লেখা ছিল “INTERNATIONAL POLICE & CRIME INVESTIGATION BUREAU” এবং পুলিশের মতো একটি প্রতীকও লাগানো ছিল। এই ভুয়ো কার্যালয়ের আড়ালে ছয়জন প্রতারকের চক্র চালাচ্ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিভাস চন্দ্র