
গুজরাট মেট্রো প্রজেক্টের বরাত পেল বাংলা
রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: গুজরাট মেট্রো প্রজেক্টের বরাত পেল বাংলা। ভিন রাজ্যের সরকারি প্রকল্পের মোটা টাকার বরাত পেয়েছে বাংলার একটি সংস্থা। বাংলায় টিটাগড় রেল ফ্যাক্টরিতে রেলওয়ের বিভিন্ন ধরনের কোচ ও রেক তৈরি করা হয়। দেশ জোড়া সুখ্যাতি রয়েছে টিটাগড় ফ্যাক্টরির। আর এবার দেখা গেল, গুজরাটের মেট্রো প্রকল্পের জন্য দায়িত্ব পেয়েছে বাংলার সংস্থা টিটাগড় রেল সিস্টেম (Titagarh Rail System) রেলের শেয়ারে




















