
চা বাগানে পড়ে চিতার দেহ
ব্যুরো নিউজ, ২৯ আগস্ট: চা বাগানে পড়ে চিতার দেহ। ডুয়ার্সের আইবিল চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ। ঘটনায় উদ্বিগ্ন বন দফতর। পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেটেলি ব্লকের আইবিল চা বাগানে। মঙ্গলবার বাগানের মেইন ডিভিশনের ১৬ নম্বর সেকশনের একটি নালা থেকে উদ্ধার হয় চিতাবাঘের দেহটি। খবরপেতেই ঘটনাস্থলে ভিড় জমান বাগানের চা শ্রমিকরা। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে।জানা যায়, এদিন