
তিস্তায় হলুদ সতর্কতা জারি
ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুনঃ (Latest News) বর্ষার শুরুতেই আচমকা ফুলে ফেঁপে উঠল তিস্তা নদী। সিকিম পাহাড়ে রাতভর বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর জল ক্রমশই বাড়ছে। দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করেছে সেচ দপ্তর। এছাড়া জলপাইগুড়ি জেলার জলঢাকা ও ডায়না নদীতেও জল কিছুটা বাড়ছে বলে জানা গেছে। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গেছে, তিস্তার জল