
ওয়ান ডে-র পর টি-২০ থেকে অবসর অ্যারন ফিঞ্চের
ইভিএম নিউজ ব্যুরোঃ আন্তর্জাতিক ক্রিকেটে চিরবিদায় নিলেন অস্ট্রেলিয়ার বাঘ অ্যারন ফিঞ্চ।গতবছরই ওয়ান ডে থেকে অবসর নেন তিনি।এইবারে আন্তর্জাতিক টি-২০ থেকে চিরবিদাই নিলেন অস্ট্রেলিয়ার সফল ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।তবে দেশের হয়ে মাঠে না নামলেও বিগ ব্যাশ লিগ খেলবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ, অ্যারন ফিঞ্চ মোট ১৪৬ টি ওয়ান ডে ম্যাচ,১৭ টি শতরান ও ৩০ টি অর্ধশত রান সহ ৫৪০ রান করেছেন।এখনও পর্যন্ত




















