পিতৃহারা ‘আমূল গার্ল’
ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) বিজ্ঞাপন জগতে নক্ষত্র পতন। প্রয়াত আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা। বুধবার সকালে প্রয়াণ হয় এই অ্যাড ক্রিয়েটরের। নীল রঙের চুল, ছোট্ট লাল রিবন আর পরনে সাদার উপর লাল পোলকা ডটের ফ্রক। অল্পদিনের মধ্য়েই জনপ্রিয় হয়ে ওঠে সিলভেস্টর ডাকুনহার এই আমূল গার্ল। শুরুটা হয়েছিল সেই ১৯৬৬ সালে। সিলভেস্টর ডাকুনহা তাঁর আর্ট ডিরেক্টর ইউস্তাসে ফার্নাদেন্জের সঙ্গে