
পশ্চিমবঙ্গে OBC সংরক্ষণ বিলে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ
ব্যুরো নিউজ ১৮ জুন : পশ্চিমবঙ্গে নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) তালিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত OBC সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে, যা রাজ্য সরকারের অস্বচ্ছতা এবং আইনি প্রক্রিয়া অনুসরণে ব্যর্থতাকে সামনে এনেছে। এর ফলে শিক্ষা ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া সহ বিভিন্ন সরকারি কার্যক্রমে আবারও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।